সোশ্যাল ডিস্টেন্স না মেনে ফুড সাফলাই অফিসে গ্রাহকদের ভিড়

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৪ মে, সারা দেশ জুড়েই চলছে লকডাউন তাঁরই মধ্যে করোনা মহামারির প্রকোপএর মাত্রা অনুযায়ী জেলা গুলিকে রেড ওরেঞ্জ ও গ্রিন কিছু বিভক্ত করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী পশ্চিম মেদিনীপুর রেড জোনের আওতা ভূক্ত যার জেরে কিছু বিধি নিষেধএর মধ্যে আবদ্ধ হয় কিন্তু এর বিপরীতে আজ সকাল থেকেই ধরা পড়লো খড়গপুর ফুড সাপলাই অফিসের এক বিপরীত চিত্র।

সাধারণ মানুষ এর মধ্যে আগের থেকেই রেশন বন্টন ব্যবস্থা নিয়ে ক্ষোভ দানা বাঁধ ছিল কিন্তু এখন সেই ডিজিটাল রেশন কার্ডএর জন্য খড়গপুর ফুড সাফলাই অফিসে সকাল থেকেই ভিড় জম ছিল বেলা যত গড়িয়েছে গ্রাহকদের মধ্যে অস্থিরতা বচসা শুরু হয় সুষ্ঠ ভাবে দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর জায়গায় নিজেদের মধ্যে জমায়েত হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিক অবস্থায় এই বিশৃঙ্খলা রুখতে কেউ সক্রিয় না থাকলেও কিছুক্ষণ পরেই ছুটে আসেন খড়গপুর টাউন থানার পুলিশ। অবশেষে সবাইকে সঠিকভাবে দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করিয়ে দেন।