স্বাক্ষরতা দিবসে কুলটিকরীতে শিক্ষা সহায়তা কেন্দ্রের উদ্বোধন, কে কী বললেন?

স্বাক্ষরতা
স্বাক্ষরতা
স্বাক্ষরতা দিবসে কুলটিকরীতে শিক্ষা সহায়তা কেন্দ্রের উদ্বোধন, কে কী বললেন?
ছবি সংগ্রহে সাইন টিভি

 

স্বাক্ষরতা দিবসে কুলটিকরীতে শিক্ষা সহায়তা কেন্দ্রের উদ্বোধন, কে কী বললেন?  স্বাক্ষরতা দিবসে কুলটিকরীতে শিক্ষা সহায়তা কেন্দ্রের উদ্বোধন। বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীর রাঙামাটি এলাকার মহাশ্বেতা দেবী ভবন প্রাঙ্গণে বিদ্যসাগর শিক্ষা সহায়তা কমিটির উদ্যোগে পালিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

 

পাশাপাশি এদিন স্থানীয় লোধা-শবর-সংখ্যালঘু ও অন্যান্য প্রান্তিক পরিবারের পড়ুয়াদের জন্য চালু হলো বিদ্যাসাগর শিক্ষা সয়ায়তা কেন্দ্র। এই কেন্দ্রের উদ্বোধন করেন ঝাড়গ্রাম মহকুমা জন শিক্ষা প্রসার সমিতির সম্পাদক প্রাক্তন অধ্যাপক নভেন্দু হোতা।

 

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান শিক্ষা সহায়তা কমিটির সভাপতি শিক্ষাব্রতী সর্বেশ্বর মহাপাত্র ও সম্পাদক রঞ্জিত দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন দাস, গোপীবল্লভপুরের সি আই মুকুল মিঞা, থানার এস আই প্রবোধ কুমার মাহাতো,ব্লকের কৃষি কর্মাধক্ষ কমল কান্ত রাউৎ, লোধা শবর কল্যাণ সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বলাই নায়েক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরুণ কুমার গিরি, কুলটিকরী বি এড কলেজের সহ সম্পাদক মিঠুন বারিক, শিক্ষাব্রতী গৌরসাধন দাস চক্রবর্তী, শিক্ষাব্রতী সুবীর মন্ডল, জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুব্রত মহাপাত্র, সঙ্গীত শিল্পী প্রদীপ মাইতি, কুলটিকরী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাখন সামন্ত, স্কুলের সভাপতি অমিয় মহাপাত্র, বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক কুনাল দে, প্রধান শিক্ষক সৌমেন পাত্র, স্থানীয় পঞ্চায়েত উপ প্রধান আশীষ দাস,অধ্যাপক সুকুমার প্রধান, বীট অফিসার মনোজ মজুমদার,সমাজসেবী রমেন দাস, সমাজসেবী শিশির মহাপাত্র, চিত্তরঞ্জন মহাপাত্র,সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, রীতা বেরা,দীপেশ দে, প্রাক্তন শিক্ষক আনন্দ গিরি, চিকিৎসক শুভব্রত পালোই, সমাজকর্মী কাঞ্চন পট্টনায়েক,অধ্যাপিকা ঋতু জানা প্রধান, শিক্ষিকা নিভা মহাপাত্র, শিক্ষিকা শ্যামলী বেরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

 

আর ও  পড়ুন     অপহরণ হওয়া ১৪ বছরের নাবালিকাকে ১৪ জন মিলে ধর্ষণ করে, তারপর…

 

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অংকিতা দাস,অলক কুমার দাস। অনুষ্ঠানে দেশাত্মবোধক ও লোকনৃত্য পরিবেশন করেন স্বরলিপি সঙ্গীত একাডেমী ও শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্রীরা।এদিন স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এই কেন্দ্রের পড়ুয়াদের হাতে বেশ কিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

 

পাশাপাশি এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কুলটিকরি শিক্ষক শিক্ষণ , রিওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন,রেমকে ফাউন্ডেশনসহ অন্যান্য সংস্থা ও ব্যক্তি এই শিক্ষা সহায়তা কেন্দ্রের চালানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দিয়েছেন। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় জন্য সবাইকে ধন্যবাদ জানান শিক্ষা সহায়তা কেন্দ্রের সম্পাদক রঞ্জিত দাস ও সর্বেশ্বর মহাপাত্র।