স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষকতা করতে চাই, সংসারের হাল ধরতে লকডাউন পর্বেই আর্জি গৃহশিক্ষকদের

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৫ মে, করোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউনের জেরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। একইসঙ্গে বন্ধ রয়েছে গৃহশিক্ষকতাও। এরই জেরে বিপাকে পড়েছেন একদল গৃহশিক্ষক। দু’বেলা অন্নসংস্থান করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে অনেককেই। অন্যদিকে, গৃহশিক্ষকতা বন্ধ থাকার জেরে পড়ুয়াদের সিলেবাস অসম্পূর্ণ। সেক্ষেত্রে সবদিক পর্যালোচনা করে লকডাউন পর্বেই নিয়ম মেনে গৃহশিক্ষকতা শুরু করতে চান শিলিগুড়ির গৃহশিক্ষকেরা।

বর্তমান পরিস্থিতির নিরিখে স্বাস্থ্যবিধি মেনেই গৃহশিক্ষকতা করতে চেয়ে শুক্রবার শিলিগুড়ি মহকুমাশাসকের হাতে এক দাবি পত্র তুলে ধরলেন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যান সমিতির দার্জিলিং জেলা কমিটির সদস্যরা। সমিতির সদস্যরা জানিয়েছেন প্রায় ২ মাস ধরে বন্ধ গৃহশিক্ষকতা৷ এরই জেরে বহু গৃহশিক্ষক সমস্যায় রয়েছেন। কারণ, বহু গৃহশিক্ষকেরাই পেশাগত ভাবে গৃহশিক্ষকতা করেন। সেক্ষেত্রে একটানা গৃহশিক্ষকতা বন্ধের জেরে আজ তারা সমস্যায়। গৃহ শিক্ষকেরা জানিয়েছেন, লকডাউন পর্বে শিক্ষকতার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই তারা শিক্ষকতা করবেন। প্রয়োজনে ব্যাচ প্রতি মাত্র ৪ থেকে ৫ জন পড়ুয়াদের নিয়ে শিক্ষকতা করবেন।

এবিষয়ে সমিতির জেলা সম্পাদক বিবেকানন্দ সাহা বলেন, লকডাউনের জেরে প্রায় ২ মাস বন্ধ হয়ে রয়েছে গৃহশিক্ষকতা। সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে অনেক গৃহশিক্ষকের পক্ষেই। শুধু তাই নয়, পড়ুয়াদের পরীক্ষার সিলেবাসও সসম্পূর্ণ হয়নি। তিনি আরও বলেন, গৃহশিক্ষকতাই যাদের একমাত্র উপার্যনের পথ তাদের যেন সরকারের তরফে কিছুটা আর্থিক সাহায্য করা হয়। সেক্ষেত্রে সমস্যা কিছুটা লাঘব হত। অন্যদিকে তিনি অভিযোগ করে বলেন, এই লকডাউন শিকেয় তুলে স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই গৃহশিক্ষকতা করছেন।