হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা কৈলাশ-মুকুল-অর্জুন-রাকেশ

নিজস্ব সংবাদদাতা ১০ নভেম্বর ২০২০ কোলকাতা: হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা কৈলাশ-মুকুল-অর্জুন-রাকেশ। আগামী 26 নভেম্বর পর্যন্ত তদন্তের ওপর অন্তর্বতী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপির যুব মোর্চা। যা ঘিরে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয় কলকাতায়। অভিযোগ, মিছিলের উপর যথেচ্ছ জলকামান চালিয়েছে পুলিশ। সেই জলে বিশেষ ধরনের কেমিক্যাল মেশানো ছিল বলেও বিজেপি অভিযোগ করেছে। অন্য দিকে বিজেপি কর্মীরাও দিকে দিকে পুলিশকে আক্রমণ করেছে বলে প্রশাসনের অভিযোগ। ইটবৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। হাওড়া ময়দানে বোমাবাজি হয়েছে। একজন কর্মীর কাছ থেকে পিস্তল উদ্ধার হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় একগুচ্ছ অভিযোগ এনে মোট সাতটি FIR দায়ের করেছে হেস্টিংস থানার পুলিশ। সেই এফআইআর কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতা- নেত্রীরা।