হার্ট ঠিক রাখতে খান তেজপাতা

নিউজ ডেস্ক ১৮ অক্টোবর ২০২০: আপনিকি হার্টের সমস্যায় ভুগছেন?কিংবা কোলেস্টেরোল এ ভুগছেন?ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাচ্ছেন না!

তাহলে আজই খান তেজপাতা। তেজপাতা খারাপ কোলেস্টরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়।তেজপাতা রক্তে শর্করার পরিমাণ কমায় ও হজম শক্তি বাড়ায়। পেটের অসুখ সারাতে তেজপাতার প্রচুর গুণাগুণ। মাথা ব্যাথার ওষুধ হিসেবে তেজপাতা খুবই কার্যকরী। একমাসে টানা ১-৩ গ্রাম তেজপাতা খেয়ে হার্টের সমস্যা কমিয়ে বাঁচুন স্বচ্ছন্দে।