৩০ জনকে বরখাস্ত করেছে ডব্লিউডব্লিউই, শোচনীয় অবস্থা এখন সর্বশক্তিমান কুস্তিগিরদেরও

১৭ এপ্রিল, করোনার জেরে সমস্যায় এখন বিশ্ববাসী।বিশ্বে ২০০ টিরও বেশি দেশ করোনা সংক্রমণে জর্জরিত। গৃহবন্দী এখন দেশবাসী, আর তার মধ্যে অনেকেই এখন কর্মহারা।টাকার অভাবে বন্ধ হয়েছে অনেক কোম্পানি, আবার ছাটাই করেছে অনেক কর্মচারীকেও।এই একই অবস্থা এখন ডব্লিউডব্লিউই-র সর্বশক্তিমান কুস্তিগিরদেরও।এই পরিস্থিতিতে অনেকেই চাকরি হারিয়েছে।জানা গিয়েছে, প্রায় ৩০ জনকে বরখাস্ত করেছে ডব্লিউডব্লিউই।

শুধুমাত্র কুস্তিগীর নয়, এর মধ্যে প্রযোজক, রেফারি, লেখক সকলেই অন্তর্ভুক্ত।কাজ গেছে শুধু তাই নয়, অনেকের সাজানো স্বপ্ন চুরমার হয়েগিয়েছে।ব্যাকস্টেজ প্রডিউসার হিসেবে যোগ দেওয়া ১৯৯৮ অলিম্পিকে সোনাজয়ী কার্ট অ্যাঙ্গল এখন চাকরি হারিয়ে বসে আছেন।কিন্তু উপায় কি? এখন করোনার প্রকোপ থেকে শুধু বাঁচবার পালা।করোনার জেরে দিন দিন দেশ যে দিকে এগোচ্ছে তা সত্যি ভাবাচ্ছে মানুষকে।কিন্তু মানুষ অসহায়, তাই গৃহবন্দী হয়েই এই সংক্রমণ আটকানোর প্রয়াস চালাচ্ছে।