৬১ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাপস পাল, শোকস্তব্ধ শিল্পীমহল

১৮ ফেব্রুয়ারি, চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ও প্রাক্তন সংসদ তাপস পাল।মুম্বাই-এর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা তাপস পাল।জানা গিয়েছে, গতকাল মুম্বাই থেকে কলকাতা ফেরার পথে মুম্বই বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করেন। তাকে জুহুর হলিক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর ৩:৩৫ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন।বয়স হয়েছিল ৬১ বছর, ‘অভিনয়-রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি’।

বেশ কয়েকদিন ধরেই স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি।সেই অসুস্থতার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা।তাঁর মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন টলিউডের সকল তারকা।শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কান্নায় ভেঙে পড়েছেন দেবশ্রী রায়।’ভাইকে হারালাম’, বললেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক।অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।

১৯৫৮ সাথে ২৯শে সেপ্টম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপস পালের।ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল। মাত্র ২২ বছর বয়েসে অভিনয় জগতে পা রাখেন তিনি। ১৯৮০ সালে ‘দাদার কীর্তি’ ছবিটি করে প্রথম সিনেমাজগতে তাঁর পথ চলা শুরু। ১৯৮৪ সালে বলিউডে আত্মপ্রকাশ তাঁর।’গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালোবাসা ভালোবাসা’ সহ নানান ছবি উপহার দিয়েছেন আমাদের।২০০৯ সালে তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকে সংসদ নির্বাচিত হন তিনি।তাঁর মৃত্যুতে সকলেই স্তম্ভিত। শোকস্তব্ধ শিল্পী মহল।