৯৯ ডিগ্রী ফারেনহাইট হলে ঢুকতে দেওয়া হচ্ছে না আই এ মার্কেটে, প্রবেশকালে চলছে থার্মাল টেস্ট

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৭ মে, বিধাননগর পৌরনিগম ৩৭ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মিনু দাস চক্রবর্তীর উদ্যোগে আজ থেকে শুরু হল। আই এ ব্লক মার্কেটে আসা গ্রাহকদের শরীরের তাপমাত্রা মাপার কাজ মার্কেটে ঢোকার আগে ক্রেতাদের প্রথমে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে তারপর থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপার পর মার্কেটের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, ৯৯ ডিগ্রী ফারেনহাইট-এর উপরে তাপমাত্রা থাকলে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানালেন ৩৭ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মিনু দাস চক্রবর্তী। পাশাপাশি তাদের নাম ঠিকানা ও যোগাযোগ নাম্বার লিখে রাখা হচ্ছে। যেটা পৌঁছে দেওয়া হবে বিধান নগর পৌরনিগম স্বাস্থ্য দপ্তরকে। সেখানে পরবর্তীকালে পৌর নিগমের কর্মীরা গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। কোরোনা সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর জন্য তাঁদের এই উদ্যোগ বলে জানালেন মিনু দাস চক্রবর্তী। এই আই এ মার্কেটিং সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে। তিনি জানান, প্রশাসনের কাছে দাবি জানাবেন যাতে দিনে শুধু এক বেলায় মার্কেট যাতে খোলা রাখা যায়। আজ প্রায় পাঁচ জনেরও বেশি লোককে বাজার থেকে ফিরিয়ে দেওয়া হয় কারণ তাদের শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইটের ওপরে ছিল।