হুইল ছিপে ধরা পড়লো ১২ কিলোর চিতল মাছ

জলপাইগুড়ি: ভাটা খানা এলাকায় বাসিন্দা বাপ্পা দাস শখের মতস শিকারী। দীর্ঘ বছর ধরে তিনি নিয়মিত জলপাইগুড়ি রাজবাড়ী দিঘিতে মাছ ধরেন।

শনিবার সকালেও মাছ ধরার নেশার টানে সাত সকালে এসে ছিপ ফেলেছিলেন। দিঘিতে ছিপ ফেলার প্রায় তিরিশ মিনিট পর তার ছিপে আটকায় পেল্লায় সাইজের চিতল মাছ। এরপর প্রায় তিন ঘন্টা ধরে চলে মাছকে জলে খেলানোর কাজ। এরপর মাছটি ক্লান্ত হয়ে পড়লে তাকে টেনে পুকুর পাড়ে তোলেন তিনি।

বাপ্পা বাবু বলেন এই দিঘিতে কয়েকটি বড় চিতলমাছ আছে বলে শুনেছিলাম। কিন্তু গত চল্লিশ বছরে কাউকে ধরতে দেখিনি। আমার জীবনে সবচেয়ে বড় মাছ আজ ধরলাম। এটি বারো কিলো ওজনের চিতল মাছ। এই মাছ বাড়ি নিয়েগিয়ে পিস করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশিদের মধ্যে বিলি করবো বলে জানান তিন।