দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ জন

নিজস্ব সংবাদদাতা,আসানসোল : শণিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার গোধূলি মোড়ের কাছে এস বি এস টি সির বাসের সাথে সাঁইথিয়া আসানসোল গামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, দুই বাসের যাত্রী এবং চালক মিলিয়ে ২০ জন আহত হয় তাদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনায় জানা যায় আসানসোল করুনাময়ি রুটের সরকারি বাস তার নির্দিষ্ট গতিতে নিজের রুটে যাচ্ছিল উল্টোদিক থেকে সাঁইথিয়া আসানসোল গামী বাস অন্যরুট থেকে ডিভাইডার ভেঙ্গে সরকারি বাসের সামনের দিকে ধাক্কা মারে। এলাকাবাসীরা এসে যাত্রী এবং সরকারি বাসের চালককে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। সরকারি বাসের চালক বিশ্বজিৎ দাসকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, আহত সরকারি বাসের কনডাক্টর মহঃ নইয়াম আখতারকে এবং বেসরকারি বাসের কনডাক্টর উৎপল দেকে প্রাথমিক চিকিৎসা করা হয় ও অন্যান্য আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বেসরকারি বাসের কনডাক্টর উৎপল দে জানান গোধূলি মোড়ের কাছে একটা অটোকে বাঁচাতে গিয়ে ডানদিকে স্টিয়ারিং ঘোরাবার সময় স্টিয়ারিং লক হয়ে যাবার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে গিয়ে সরকারি বাসকে ধাক্কা মারে।