মেদিনীপুর শহরে গুলি কাণ্ডে আরও তিন দুষ্কৃতী গ্রেফতার ( Arrest )

Arrest
Arrest
মেদিনীপুর শহরে গুলি কাণ্ডে  আরও  তিন দুষ্কৃতী গ্রেফতার  (Arrest )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

মেদিনীপুর শহরে রাতের অন্ধকারে শনিবার গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত মোটা রাজা ওরফে সুমন সিং কে শনিবার রাতেই গ্রেফতার ( Arrest ) করে ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।ওই ঘটনায় ফেরার থাকা, বাকি তিন অভিযুক্তকে রবিবার রাতেই গ্রেফতার ( Arrest ) করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

 

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দিনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, সৌরভ ঘোষ, সাহিল ঘোষ ও ধীমান ঘোড়ই নামে গুলি কাণ্ডে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত তিন জনকে সোমবার মেদিনীপুর আদালতে পাঠানো হয়।

 

পুলিশের পক্ষ থেকে ওই তিন জনকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে ( Arrest ) চাওয়া হয়।মেদিনীপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করে ওই তিন দুষ্কৃতি কে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

 

আর ও পড়ুন    আগামী ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেলুড় ( Belur ) মঠে প্রবেশের সময়সূচী

 

অভিযুক্ত তিনজনের কাছ থেকে তিনটি দেশি বন্দুক, ১২রাউন্ড তাজা কার্তুজ এবং ২৬কেজি মাদকদ্রব্য এবং সঙ্গে থাকা মোটর বাইকটি উদ্ধার করা হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান।

 

উল্লেখ্য, শনিবার রাতে মেদিনীপুর শহরের দুটি স্থানে দুষ্কৃতিদের গুলিচালানোর ঘটনা ঘটেছিল।এর পরপরই পুলিশ মোটা রাজা নামের মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে, ফেরার থাকা বাকি তিন অভিযুক্তকেও রবিবার রাতেই পুলিশ গ্রেফতার করে।

 

তবে ওই ঘটনার পর মেদিনীপুর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার দীনেশ কুমার মেদিনীপুর শহরের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছে।

 

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দিনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, সৌরভ ঘোষ, সাহিল ঘোষ ও ধীমান ঘোড়ই নামে গুলি কাণ্ডে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত তিন জনকে সোমবার মেদিনীপুর আদালতে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে ওই তিন জনকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে ( Arrest ) চাওয়া হয়।মেদিনীপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করে ওই তিন দুষ্কৃতি কে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।