আলোচনার কেন্দ্রবিন্দু তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাতি

নিজস্ব সংবাদদাতা:-“পুজো মানেই সকাল সকাল বীরেন বাবুর গলা , পুজো মানেই সকাল সকাল শিউলি ফুল তোলা “।বাঙালির মহালয়ার ভোর মানেই রেডিও তে চন্ডীপাঠ শুনে সকাল শুরু। একটা সময় ছিল যখন প্রত্যেক পাড়ার প্রতি বাড়িতে শোনা যেত ‘আশ্বিনের শারদপ্রাতে বেজেছে আলোকমঞ্জীর’। আজ এতো বছর পেরিয়ে গিয়েও এতো অন্য বিনোদনের মাধ্যম থাকা সত্বেও সেই উদাত্ত কণ্ঠস্বরের জনপ্রিয়তায় এতটুকু ছেদ চিহ্ন পরে নি। তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র , তার স্তোত্র পাঠ ছাড়া পুজো শুরু করার কথা বাঙালির কাছে অকল্পনীয় শুধু নয় অসম্ভব বটে। এবার সেই ক্যানভাসে ধরা দিলো তাঁর সুযোগ্য নাতি। দাদুর আশীর্বাদ ধন্য নাতির বয়স একরত্তি , কিন্তু প্রতিভা প্রকাশের কাছে বয়স কি আর বাঁধা হতে পারে ? ছোট্ট শিশু চন্ডীপাঠ করছে গড়গড়িয়ে আর তা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও , সবার আলোচনার কেন্দ্রবিন্দু তে বীরেন বাবুর নাতি।
কেউ বলছে দাদুর প্রতিভার একাংশই যেন ধরা দিয়েছে এই ছোট্ট শিশুর আদুরে কণ্ঠে ; আবার কেউ প্রশ্ন তুলছেন স্বয়ং বীরেন বাবুই কি ঐটুকু বয়সে ওই ভাবে মন্ত্রচারণ করতে পারতেন ? নানা মুনির নানা মত, কিন্তু খুদে এই প্রতিভা কে অকপটে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।