পুজোতেই তৃতীয় ঢেউ! চলতি মাসে ঊর্ধ্বমুখী করোনা, আশঙ্কায় গবেষকেরা

durga

চলতি মাসেই ধেয়ে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ, এমনটাই জানাচ্ছেন গবেষকেরা। সম্ভবত আগস্টেই ঊর্ধ্বমুখী হতে পারে করোনা গ্রাফ। গবেষকদের আশঙ্কা প্রায় এক থেকে দেড় লক্ষ পেরোতে পারে আক্রান্তের সংখ্যা। হায়দরাবাদ আই আই টি র গবেষক মাথুকিমাল্লি বিদ্যাসাগর এবং আই আই টি কানপুরের মনীন্দ্র আগারওয়াল এর যৌথ গবেষণা বলছে, আগস্টেই তৃতীয় ঢেউয়ের সম্মুখীন হবে ভারত। প্রতিদিনের আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ হতে পারে। পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা।

এরই মধ্যে মহারাষ্ট্র এবং কেরালাতে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন করোনা আক্রান্তের গ্রাফ এভাবে বাড়তে থাকলে অক্টোবরে শীর্ষে চলে যেতে পারে সংক্রমণের সম্ভাবনা। অক্টোবর পুজোর মাস হওয়া তা আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।দ্বিতীয় ঢেউয়ে যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছিল প্রতিদিন, তা তৃতীয় ঢেউয়ে আরও খারাপ হবে – হিসেব গবেষকদের।

যদিও এপ্রিলে যে সম্ভাবনার কথা বলা হয়েছিল তা ভুল প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে করোনা সংক্রমণের গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে।