খাদ্য সামগ্রীর মান খতিয়ে দেখতে চাচলে Food Safety Department-এর হানা

Food Safety Department
Food Safety Department
খাদ্য সামগ্রীর মান খতিয়ে দেখতে চাচলে Food Safety Department-এর হানা
ছবি সংগ্রহে সাইন টিভি

সাইন টিভি ডেস্কঃ  খাদ্য সামগ্রীর মান খতিয়ে দেখতে বেশ কিছু দোকানে হানা Food Safety Department-এর। চাচল থানার  পুলিশ, স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের সাথে নিয়ে হারাবেন Food Safety Department-এর আধিকারিকরা। উদ্ধার মেয়াদ উত্তীর্ন খাদ্য সামগ্রী। পাশাপাশি একটি মলেও অভিযান চালায় তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট নিশিথ মাহাতো, ফুড সেফটি অফিসার আয়েসা খাতুন, চাচোল হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা।

জানা জিয়েছে ওই দোকান গুলি দীর্ঘদিন থেকে লাইসেন্সহীন ভাবে ব্যবসা করছিল। ঘটনার খবর পাওয়া মাত্র তাদের আগে থেকে নোটিশ করা হয়েছিল। কিন্তু এরপরেও চাঁচোল বাজারে ও কলেজে রোডের একটি মল চালিয়ে যাচ্ছিলো ব্যাবসা। ফলে এদিন তাদের দোকানে হানা দেয় খাদ্য দপ্তর। দোকান থেকে বেবি ফুড,মেয়াদ উর্ত্তীন খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। দোকানদারদের জানানো হয় যতদিন লাইসেন্স করা হবে না ততদিন দোকান বন্ধ থাকবে। যদি এরপরেও দোকান খোলা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আর ও পড়ুন ; Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

Food Safety Department-এর আধিকারিক আইসা খাতুন জানান, দীর্ঘদিন ধরে ওই দোকান গুলি নির্দিষ্ট নিয়ম না মেনেই দোকান খুলে ব্যবসা করছিলেন। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করছিলেন। যার অভিযোগ পেয়ে আমরা ওই দোকানে অভিযান চালায় বেশকিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেবি ফুড বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট লাইসেন্স প্রয়োজন রয়েছে সেই লাইসেন্স দোকানে ছিল না। অথচ বেবি ফুড বিক্রি করছিলেন। সেই বিষয় তাদেরকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট নিয়ম মানা হবে ততদিন ওই দোকান বন্ধ থাকবে। তার পরেও দোকান খোলা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেডিকেল অফিসার জয়ন্ত বিশ্বাস বলেন, খাদ্য সামগ্রী স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সেগুলি ল্যাবের টেস্ট করার জন্য পাঠানো হবে। চাচোল জুড়ে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন অভিযোগকারী আধিকারিকেরা।