কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির প্রতিবাদে “সময়ের ডাক”

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২২ জানুয়ারি, কলকাতা প্রেসক্লাবে “সময়ের ডাক” বাংলার প্রতিবাদ নামে সংগঠনের পক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন।

এই সংগঠনের পক্ষে সুচিন্তিত বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু, গণ আন্দোলনের কর্মী বিশ্বনাথ চক্রবর্তী, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, অধ্যাপক অশোকেন্দু সেনসুপ্ত, অধ্যাপক দীপঙ্কর দে, অধ্যাপক অভীক মজুমদার, অধ্যাপক অনন্যা চক্রবর্তী, কৃষি বিশেষজ্ঞ রঞ্জন দৈপায়ান সেন এবং রাজ্য সভার সাংসদ দোলা সেন। এ দেশের রাষ্ট্রপতি শ্রদ্ধেয় রামনাথ কোবিন্দ মহাশয়ের কাছে যে ১৬ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি পাঠাবে। এই সংগঠনে সেই স্মারকলিপিটি উপিস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন উদ্যোক্তারা।