নতুন বছরে ফের একটি টুর্নামেন্টে ব্যর্থ সাইনা নেহওয়াল

২২ জানুয়ারি, চিনের অনভিজ্ঞ চাই ইয়ান ইয়ানের বিরুদ্ধে স্ট্রেট সেটে ম্যাচ হারেন ২০১২-র অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলার সাইনা নেহওয়াল। মাত্র ৩০ মিনিটে টুর্নামেন্টের বাইরে চলে যান সাইনা নেহওয়াল। আবারও হংকং ওপেনের প্রথম রাউন্ড থেকেও ছিটকে গেলেন ভারতীয় শাটলার।নতুন বছরে ফের একটি টুর্নামেন্টে ব্যর্থ সাইনা নেহওয়াল।

এদিন ৪৭ মিনিটের লড়াইয়ে বিশ্বের ৩০ নম্বরের কাছে ১৩-২১, ২১-১৭, ১৫-২১ ব্যবধানে হেরে গেলেন বিশ্বের ১১ নম্বর সাইনা। বুধবার মুখোমুখি হওয়ার আগে ড্যানিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে চারবারের সাক্ষাতে ৪-০ ব্যবধানে এগিয়েছিলেন ভারতীয় শাটলার। স্বাভাবিকভাবেই সাইনার হয়ে বুধবার বাজি ধরেছিলেন ব্যাডমিন্টন অনুরাগীরা। কিন্তু ১৩-২১ ব্যবধানে এদিন প্রথম গেম খুঁইয়ে ব্যাকফুটে চলে যান গোপীচাঁদের ছাত্রী। কিন্তু অভিজ্ঞতাকে সম্বল করে দ্বিতীয় গেমে দারুণভাবে ফিরে আসেন সাইনা।

অন্যদিকে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা কেনটো মোমোতা হংকং ওপেন থেকে সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওয়াক ওভার পেলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত।