বিজেপি করার অপরাধে হেনস্থার শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২২ জানুয়ারি, বিজেপি করার অপরাধে বঞ্চিত করে রাখা হয়েছে পানীয় জল থেকে শুরু করে বুলবুল-এর ত্রাণ থেকেও।ঘটনাটি বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লক-এর সুন্দরবনের আমবাড়ীয়া গ্রামের। গ্রামের ১৩৩ নম্বর বুথের প্রায় ২ হাজার মানুষ বিজেপি কর্মী সমর্থক।

জানা যায়, এলাকায় পানীয় জলের দুটি কল থাকলেও শাসক দলের নেতা-কর্মীরা সেই পানীয় জল বন্ধ করে দেয়। দীর্ঘ কয়েক মাস ধরেই খারাপ অবস্থায় পড়ে আছে পানীয় জলের কল। গ্রামের মহিলাদের প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে, পানীয় জল আনতে যেতে হয়। সেখানে গিয়ে যদি কল খারাপ দেখতে পায়, হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এরপরে পুকুরের জল নিয়ে আসতে হয় তাদের। সেই পুকুরের দূষিত জল খেতে হচ্ছে দীর্ঘদিন ধরে।একটাই অপরাধ বিজেপি করে। শুধু এখানেই শেষ নয় ,এই এলাকায় দেখা যাবে সব বাড়ি কাঁচা, মাটির বাড়ি। রাস্তা বলতে কিছুই নেই। দেওয়া হয়না সরকারি সুযোগ-সুবিধা। বুলবুলের কোন ত্রাণ মিলেনি এলাকায়। কেন্দ্র সরকার রাজ্য সরকারের কোন প্রকল্পের ঘর দেওয়া হয় না।এই বিজেপি নেতা কর্মীদের আটকে রেখেছে শাসক দল ।এমনকি এলাকায় রাস্তাঘাট উন্নয়ন থেকে বঞ্চিত। চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে এলাকার সাধারণ মানুষ বিজেপির নেতাকর্মীরা।তাদের একটাই দাবি, বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, ঘরবাড়ি ও বুলবুলের ত্রাণ থেকে বঞ্চিত। অন্যদিকে তৃণমূল নেতার বক্তব্য পুরো বিষয়টি ভিত্তিহীন।