সদ্য আলুর ফলনকে নষ্ট করে দেয় হাতির পাল, ক্ষতিপূরণের আশায় আলু চাষীরা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি, চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটে কয়েকদিন হাতির তান্ডবের রেষ কাটতে না কাটতেই দুদিন পর ফের একবার ওই হাতির পাল ঢুকে পড়ে এবার চন্দ্রকোনা শহর লাগোয়া এলাকায়।মঙ্গলবার সন্ধ্যায় ১৬ টি হাতির পাল হঠাৎ ঢুকে পড়ে চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর,কুঁয়াপুর এলাকার সব ফলন নষ্ট করে দেয়।

সদ্য আলুর ফলন শুরু হয়েছিল, তা বেড়ে উঠার আগেই গতকাল ওইসব এলাকায় আলু চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি করে যায় হাতির পাল।গতবছরও একই জায়গা দিয়ে ঢুকেছিল হাতির পাল, এবছরও হাতি চলে আসায় আতঙ্কে আলু চাষীরা।হাতি এসে বহু ক্ষয়ক্ষতি করে কিন্তু এখনও ক্ষতিপুরনের ছিটে ফোঁটাও মিলেনি বলে অভিযোগ স্থানীয় আলু চাষীদের।গতকালের পর ফের এলাকায় হাতির পাল আসার আশঙ্কায় চাষীরা।