মাছ বিক্রেতা থেকে হাজার কোটির মালিক অনুব্রত , বিস্ফোরক অভিযোগ আনলেন নিত্যানন্দ

ধার নেওয়া টাকা শোধ না করলে গুলি করে মারবেন বলে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা নিত্যানন্দ। পূর্ব বর্ধমানের গুসকরার বিদায়ী কাউন্সিলর নিতাই চট্টোপাধ্যায় ওরফে নিত্যানন্দকে মঙ্গলবার সকালে গুসকরা স্কুলমোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।এবার সেই নিত্যানন্দ বিস্ফোরণ ঘটালেন।
নিত্যানন্দ অভিযোগ করেন,মাছ বিক্রেতা থেকে হাজার কোটির মালিক অনুব্রত এটা কি করে সম্ভব ? এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন নিত্যানন্দ। তিনি বলেন “অনুব্রত হাটে মাগুর মাছ কাটত। হাজার কোটি টাকার মালিক হল কী করে? তাঁর মেয়ে এক সঙ্গে দুটো চাকরি পেল কী করে?” পাশাপাশি তিনি বলেন, “জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব। কলার ধরে টাকা আদায় করব। ও নিজেকে মুখ্যমন্ত্রীর ওপরে ভাবছে। লজ্জা থাকা উচিত কেষ্ট মণ্ডলের।”
উল্লেখ্য নিজের নামে ওঠা অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন তিনি। নিজের নামে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেষ্ট মণ্ডলকে টাকা না পেলে গুলি করে মারব বলে হুমকি দেওয়ায় আমাকে গ্রেফতার করেছে পুলিশ।” তাঁর অভিযোগ অনুব্রত মণ্ডল তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়ে আর শোধ করছেন না। তাই তিনি হুমকি দিয়েছেন।নিতাই চট্টোপাধ্যায় আরো বলেন যে অনুব্রত বাবুর স্ত্রীর ক্যানসার হয়েছিল। রাজারহাটে ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন। তখন আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। আমিও বিশ্বাসের বশবর্তী হয়ে দিয়েছিলাম। তখন বলেছিলেন, নিতাই দা তিন চার মাসের মধ্যে টাকাটা দিয়ে দেব। এখন বলছে টাকা দেব না। কী প্রমান আছে? আমার কাছে টাকা দেওয়ার সব প্রমান আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর কাছেও যাব। আমি হুমকি দিয়েছিলাম টাকা না দিলে গুলি করে মেরে দেব। যত বড় নেতা হোক টাকা নিয়েছে ওকে ফেরত দিতেই হবে। টাকা আদায় করেই ছাড়ব।”
এ দিন বর্ধমান আদালতে হাজির করানো হলে তাঁকে তিন দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।পুলিশ সূত্রে খবর, তৃণমূল কর্মী শেখ সুজাউদ্দিন আউশগ্রাম থানায় নিতাইবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অনুব্রত মণ্ডলকে খুনের হুমকি দেওয়া উস্কানিমূলক কথাবার্তা বলেছেন নিতাইবাবু এই মর্মে অভিযোগ দায়ের করেন তিনি। অনুব্রত মণ্ডলের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে ভেবেই থানায় অভিযোগ করেছেন সুজাউদ্দিন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে নিতাই কে।