নবগ্রাম গ্রন্থাগার উদ্বোধন করলেন সিদ্দিকুল্লা চৌধুরী

নিজস্ব সংবাদদাতা ২৭ নভেম্বর ২০২০: মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গ্রন্থাগার উদ্বোধনে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ।তিনি জানালেন ৫লক্ষ পাঠক টার্গেট আছে।

এই পর্যন্ত গ্রন্থাগারে দু লক্ষ ৭৫হাজার সদস্য পাওয়া গেছে। চারটি ভাগে ভাগ করা হয়েছে যথা শিশু, প্রাপ্তবয়স্ক,প্রবীণ নাগরিক এবং গ্লোবাল মেম্বারশিপ । নতুন নিয়ম অনুসারে যে কেউ মেম্বার হতে পারে তবে সদস্যপদে কোনরকম টাকা লাগবে না।
শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরী জানান যদি তিনি দল পরিবর্তন করে থাকেন তবে তার কারন তিনিই ভালো জানবেন। বাংলার মানুষ বাম সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছে বড় সংসার হলে একটু অশান্তি লাগতেই পারে যিনি দলের মানুষ হবেন তিনিই দলেই থাকবেন।কেন্দ্রে বিজেপি সরকার দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে। গুজরাটের দাঙ্গা লাগিয়েছে বিজেপি ও আরএসএস বাঙালি দাঙ্গা চায়না বাংলার মুনি-ঋষিদের অসম্মান করা হচ্ছে । হিন্দু মুসলিম দাঙ্গা সমর্থন করে না।
টাকা দিয়ে তৃণমূল দল হয় না মানুষের ভালোবাসায় এই দল গঠন হয়েছে।মিম পার্টি প্রসঙ্গে তিনি বলেন যে দলের জন্মই হয়নি হাঁটতে পারে না তার সম্বন্ধে কথা বলে আর কোনও কথাই থাকতে পারেনা।

আরও পড়ুন…একাধিক দাবিতে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ের গেটে

ফিল্ডে যখন খেলা হবে তখন কে কটা গোল দেয় দেখা যাবে এমনটাই মন্তব্য করলেন সিদ্দিকুল্লা চৌধুরী।