স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল শিলিগুড়ি (Siliguri) জেলা আদালত

Siliguri
Siliguri
 স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল  শিলিগুড়ি (Siliguri) জেলা আদালত
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বিছানা এলোমেলো থাকায় বিপত্তি। মদ্যপ অবস্থায় বাড়ি ঢুকে বিছানা এলোমেলো দেখেই বাবা মেয়ের উপর চড়াও হতেই, মা বাঁধা দিতে গেলে মদ্যপ স্বামীর হাতে প্রাণ হারাতে হয় স্ত্রী ঊষা দেবীর। অবশেষে দীর্ঘ ৮ বছর পর স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল শিলিগুড়ি (Siliguri) জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের জেলের সাজা দেওয়া হয় স্বামী নির্দোষ টোপ্পকে।

 

প্রায় ৮ বছর পর বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী নির্দোষ টোপ্পকে সাজা শোনান শিলিগুড়ি (Siliguri) জেলা আদালতের বিচারক নীলাঞ্জনা চ্যাটার্জী।মেয়েকে মদ্যপ বাবার মারধরের হাত থেকে বাঁচাতেই গিয়েই মাকে প্রাণ হারাতে হয়। এসমস্ত ঘটনা প্রায়শই সংবাদের শিরোনামে চোখে পড়ে।

 

প্রসঙ্গত, গত ৭ই অক্টোবর ২০১৩ সালে হাঁস খোয়া চা বাগান এলাকায় নিজের স্ত্রী ঊষা টোপ্পকে খুনের অভিযোগে গ্রেপ্তার করাছিল নির্দোষ টোপ্পকে। নির্দোষের ভাই জ্যোতিষ টোপ্পর অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়।

 

আর ও পড়ুন  ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ, জানালেন তৃণমূল ছাত্র পরিষদের জয়া দত্ত (Jaya Dutta)

 

সরকারি পক্ষের আইনজীবী অমিতাভ মুখার্জি জানান, ৭ ই অক্টোবর নির্দোষ টোপ্প মদ্যপ অবস্থায় বাড়িতে এসে বিছানা এলোমেলো দেখে তার মেয়েকে মারধর করা শুরু করে, সেই সময় তার স্ত্রী ঊষা নির্দোষ টোপ্পকে আটকাতে গেলে চাকু দিয়ে ঊষা দেবীর বুকে আঘাত করে নির্দোষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বাগডোগরা থানার পুলিশ নির্দোষ কে গ্রেপ্তার করে। এরপর দীর্ঘ আট বছর মামলা চলার পর এদিন নির্দোষ টোপ্পকে যাবজ্জীবন (Siliguri) কারাদণ্ডের সাজা শোনান বিচারক নীলাঞ্জনা চ্যাটার্জী।

 

উল্লেখ্য, প্রায় ৮ বছর পর বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী নির্দোষ টোপ্পকে সাজা শোনান শিলিগুড়ি (Siliguri) জেলা আদালতের বিচারক নীলাঞ্জনা চ্যাটার্জী।মেয়েকে মদ্যপ বাবার মারধরের হাত থেকে বাঁচাতেই গিয়েই মাকে প্রাণ হারাতে হয়। এসমস্ত ঘটনা প্রায়শই সংবাদের শিরোনামে চোখে পড়ে।

 

প্রসঙ্গত, গত ৭ই অক্টোবর ২০১৩ সালে হাঁস খোয়া চা বাগান এলাকায় নিজের স্ত্রী ঊষা টোপ্পকে খুনের অভিযোগে গ্রেপ্তার করাছিল নির্দোষ টোপ্পকে। নির্দোষের ভাই জ্যোতিষ টোপ্পর অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়।