অতিরিক্ত বিল ও করোনা আক্রান্তের পোস্ট মর্টেম ঘিরে উত্তেজনা বাগুইআটির বেসরকারি হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা : বাগুইআটির বেসরকারি হাসপাতালে বিক্ষোভ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু বিপুল পরিমাণে বিল চাওয়ার অভিযোগ মৃতদেহ ময়না তদন্তে নিয়ে যাওয়ার অভিযোগ।

দমদম আর এন গুহ রোডের বাসিন্দা বিজয় চৌধুরী( গত মাসে ১৩ তারিখে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন তারপরে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতাল নিয়ে আসলে তার চিকিৎসা চালানো হয় তারপরে যখন তারা করোনা রিপোর্ট করা হয় রিপোর্ট পজিটিভ আছে তারপর থেকেই তার চিকিৎসা চলছিল এরপরে চলতি মাসের ১১ তারিখে তার মৃত্যু হয় পরিবারের লোকের অভিযোগ সাত লক্ষ টাকা বিল করে তারা ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে দিয়েছে পরিবারের লোকের আরও অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা প্যাকেজের কথা বলেছিল কিন্তু মারা যাওয়ার পরে বলে সাত লক্ষ টাকা বিল দিতে হবে এবং মৃতদেহ ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য সেই কারণে পরিবারের লোকের আরও অভিযোগ যদি করো না আক্রান্ত হয়ে মারা যায় তাহলে মৃতদেহ ময়না তদন্তে কেন পাঠাবে সেই কারণেই পরিবারের লোকজন হাসপাতালে এসে বিক্ষোভ দেখায়।