মুখ্যমন্ত্রীর জনসভার দিনেই উত্তরকন্যা অভিযানে বিজেপি নেতৃত্বরা

নিজস্ব সংবাদদাতা ৭ ডিসেম্বর ২০২০ জলপাইগুড়ি: আজ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান। অভিযানে যোগ দিতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিলিগুড়িতে এসে পৌঁছেছে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির শীর্ষ নেতারা।

একাধিক দাবী নিয়ে উত্তরকন্যা অভিযানের আগে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতন। বিজেপির অভিযোগ কর্মসূচীতে যোগ দেওয়ার আগেই পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। পায়ে হেঁটেই কর্মসূচিতে যোগ দিতে হচ্ছে বিজেপির নেতা ও কর্মীদের। । যা শোনা যাচ্ছে, উত্তরকন্যা অভিযানে দু’দিক থেকে দুটি মিছিল করবেন বিজেপি কর্মীরা। একটি মিছিল যাবে জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এবং অন্যটি যাবে শিলিগুড়ির জলপাই মোড় থেকে। ভার্চুয়াল মঞ্চ থেকে বক্তব্য রাখাবেন কৈলাশ বিজয়া বর্গী, এবং মুকুল রায়। রাজ্য সরকারের বিরুদ্ধে আমপান ও করোনাতে দুর্নীতি, বেকারত্বের হার, চা শ্রমিকদের দুরবস্থা, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা-সহ একগুচ্ছ অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানের ডাক বিজেপির যুব মোর্চার। সূত্রের খবর, উত্তরকন্যা অভিযানে দু’দিক থেকে দুটি মিছিল করবেন বিজেপি কর্মীরা। একটি মিছিল যাবে জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এবং অন্যটি যাবে শিলিগুড়ির জলপাই মোড় থেকে। সোমবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনেই উত্তরকন্যা অভিযান বিজেপি নেতৃত্বর। বিজেপির যুব মোর্চা কর্মসূচির ডাক দিলেও এখানে রয়েছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। সোমবার সকালে উত্তরকন্যার কাছে এনএইচপিসি-র বাংলো থেকে বেরোতেই দিলীপ-সায়ন্তনকে আটকানো হয়েছে বলে অভিযোগ।সে সময় বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের বচসা হয় বলে বিজেপি নেতৃত্বের দাবি।

আরও পড়ুন…দুয়ারে সরকার কর্মসূচিতে নুসরত জাহান

বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সোমবার সকালে বলেন, ”পুলিশ যতই চেষ্টা করুক, আমাদের কর্মীদের আটকাতে পারবে না।”