দূর্গাপুজো নিয়ে বড়ো সড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,হাওড়া :- আজ সোমবার নবান্নে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “পুজো কমিটিগুলিকে অনুরোধ করব, খোলামেলা প্যান্ডেল করার। কারণ, অনেকেই অঞ্জলি দিতে আসেন। তাতে ভিড় বাড়বে। প্যান্ডেলের একাংশ খোলা থাকলে হাওয়া, বাতাস বইবে। জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে। যা প্যান্ডেলে ভিতরে থাকা ভেন্টিলেটর দিয়ে বেরনো সম্ভব নয়।” তবে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের পরামর্শ অনুযায়ী একথা বলেছেন বলেও জানান তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পরই কোভিড পরিস্থিতিতে কীভাবে দুর্গাপুজো হবে, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।