করোনা আবহে আগামীকাল থেকে শুরু হবে NEET পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা : করোনা আবহে আগামীকাল থেকে শুরু হবে NEET পরীক্ষা। তার আগে আজ প্রতিটা পরীক্ষাকেন্দ্র স্যানিটাইস করা হয়েছে। পাশাপাশি পরিদর্শন করে দেখলো গ্লোবাল ম্যানেজমেন্ট টিম।

সল্টলেক BG ব্লকের Apeejay স্কুলেও চলবে আগামী কাল থেকে NEET পরীক্ষা। করোনা আবহে শুরু হবে পরীক্ষা যে কারণে পরীক্ষার আগের দিন স্কুল স্যানিটাইস করা হলো। পাশাপাশি গ্লোবাল মানেজমেন্ট টিম যারা পরীক্ষার দিনগুলোতে পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা পরিদর্শন করে দেখল। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবে পরীক্ষা কেন্দ্রের বাইরে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাড়াতে পারে তার জন্য গোল গোল পয়েন্ট করা হয়েছে। লাইনের শেষে যারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে তাদেরকে থার্মাল গান দিয়ে পরীক্ষা করে তবেই প্রবেশ করতে দেয়া হবে। এরপর ভিতরে প্রবেশ করার পর সমস্ত পরীক্ষার্থীকে স্যানিটাইস করা হবে। পাশাপাশি পরীক্ষার্থী যারা অসুস্থ থাকবে বা যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকছে। অসুস্থ হয়ে পড়লে যাতে আলাদা ঘরে বসে তারা পরীক্ষা দিতে পারে।