সত্যি হলো অনুব্রত মণ্ডলের ভবিষ্যদ্বাণী, ভারতে করোনা ছাড়ালো ৫০ লক্ষ

নিজস্ব সংবাদদাতা,বীরভূম:-ভারতে লাগামছাড়া করোনা সংক্রমণ। প্রতি ঘন্টায় দেশজুড়ে কয়েক হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। আর দেখতে দেখতে দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৫০ লক্ষ। ‘ভারতে ৫০ লক্ষ করোনা হবে’, জুন মাসে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট আক্রান্ত হয়েছেন ৯০,১২৩। প্রাণ হারিয়েছেন ১২৯০ জন। আর এরপর এই দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০ লক্ষ ২০ হাজার ৩৬০। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮২ হাজার ৬৬।
জুন মাসে অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছিলেন?
জুন মাসের ১৪ তারিখ সিউড়ির ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে তৃণমূলের একটি কর্মীসভায় অনুব্রত মণ্ডল বলেছিলেন, “আজ ভারতে করোনা কত জানেন? মাত্র তিন লক্ষ। ৫০ লক্ষ করোনা হবে ভারতবর্ষে। ভারত এক ভয়ঙ্কর জায়গায় চলে যাবে।”
আর এই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে সেদিন বলেছিলেন, “এর জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদি। কোন নীতি নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যা কথা বলে। একটাও সত্যি কথা বলে না।” এর পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির প্রসঙ্গ টেনে জানিয়েছিলেন, “মমতা ব্যানার্জি বারবার বলেছিলেন বিদেশের বিমান বাতিল করতে। পাঁচ দিন সবরকম ট্রেন চালিয়ে লকডাউন করতে। যাতে করে অন্য রাজ্যে আটকে থাকারা বাড়ি ফিরতে পারেন। তাতে করোনা বাড়বে না। কিন্তু মাথামোটা প্রধানমন্ত্রী কথাটা শুনলে না। আজ ভারতবর্ষকে শেষ করে দিলো।”