দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

নিজস্ব সংবাদদাতা ২০ অক্টোবর ২০২০ উত্তর দিনাজপুর:  ইসলামপুরের বাস টার্মিনালে বিজেপির দলীয় কর্মসূচিতে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রি চৌধুরি পুজো উপলক্ষে সহস্রাধিক দুঃস্থ ও গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন।

বস্ত্র বিতরনের পাশাপাশি কচিকাচাদের পরিবেশিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন‌ করা হয়েছিল। দেবশ্রী চৌধুরী জানিয়েছেন ,তিনি করোনা আবহে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু রাজ্যে শাসক দলের পুলিশ প্রসাশন তাঁকে এক মাস সাতদিন ঘরে আটকে রেখেছিলেন। এছাড়াও দেবশ্রী বলেন “আমি আমার নিজের সামর্থ্য মতো  মানুষের কাছে হাত পেতে সেই সামর্থ্য জোগাড় করে অনেক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।” রাজ্য শাসক দলের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে করোনাকালে বিজেপি সাংসদকে ঘরবন্দী করে রাখার অভিযোগের পাল্টা হামলা করেছেন জেলা তৃনমুল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। জেলা সভাপতি বলেন, ওনাকে করোনা আটকে রেখেছিল আমরা নয়। আসলে কাজ করার সদিচ্ছা থাকা দরকার। উড়ে এসে জুড়ে বসে কাজ হয় না। এছাড়াও যে বৌমা শ্বশুরবাড়িতে কাজ করে না জানতে হবে সে বাপের বাড়িতেও কাজ করেনি এমনভাবেই বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে কটাক্ষ করেন জেলা তৃনমুল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

আরও পড়ুন…পুজোর প্যান্ডেলে “No Entry” নির্দেশে হাইকোর্ট

এদিনের অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, ইসলামপুর টাউন সহ সভাপতি চন্দন শেঠ, ইসলামপুর টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য, ইসলামপুর টাউন মহিলা সভানেত্রী কল্যাণী সেন ছাড়াও ইসলামপুরের বিজেপি ও যুব মোর্চার কার্যকর্তারাও  উপস্থিত ছিলেন।