অনুষ্ঠিত হলো ডিরেক্টর এসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (ফিল্ম এন্ড টিভি) র বার্ষিক সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা ২৮ফেব্রুয়ারি ২০২১সারা বিশ্বের দরবারে এই বাংলা সিনেমা আরো জনপ্রিয় হোক।সকলেই চায় করোনার পরবর্তী সময়ে সিনেমা আরো বেশি করে হোক, হল গুলো ভালোভাবে খুলুক, দর্শক সিনেমা দেখতে আসুক।

আর এই কথা মাথায় রেখেই প্রতিবছরের মতন আজ ইন্দ্রপুরি স্টুডিওতে অনুষ্ঠিত হলো ডিরেক্টর এসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (ফিল্ম এন্ড টিভি) র বার্ষিক সাধারণ সভা। উপস্থিত ছিলেন ডিরেক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্দীপ চৌধুরী,শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, লিনা গাঙ্গুলী, রাজা চন্দ্র, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, গৌতম ঘোষ সহ বিশিষ্টজনেরা। সকলেই বক্তৃতাতে বুঝিয়ে দিলেন সিনেমা শিল্পকে বাঁচাতে নিজেদেরই এগিয়ে আসতে হবে।প্রযোজক যদি না টাকা দেয় তাহলে ছবি বা সিরিয়াল বা শর্ট ফিল্ম হবে না, সিনেমা শিল্প কে বাঁচানোর জন্য সব পরিচালক কে এক সাথে এগিয়ে আসতে হবে, এক সাথে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, অভিনেতা নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জী, সৌমিত্র চট্টোপাধ্যায় এর কন্যা পৌলমী চট্টোপাধ্যায়, ফিল্ম ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সহ আরো নানাজন। আজকের এই অনুষ্ঠানে”খেরোর খাতা” উদ্বোধন করা হয় প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে। উদ্বোধন করেন সৌমিত্র চট্টোপাধ্যায় কন্যা পৌলোমী বসু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালকেরা।এই অনুষ্ঠানে টলিউড স্ক্রিন আওয়ার্ড ২০২১ এর উদ্বোধন হয়।

আরও পড়ুন…মেলা দিয়েই খেলা শুরু হবে,বললেন মদন মিত্র