অবৈধভাবে পাচার করতে যাওয়া উট উদ্ধার করতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা ১ মার্চ ২০২১উত্তর দিনাজপুর: অবৈধভাবে পাচার করতে যাওয়া উট উদ্ধার করতে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এক কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম টেটেশ্বরী এলাকায়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর পক্ষ থেকে জানা গিয়েছে, চোপড়ার টেটেশ্বরী এলাকায় অবৈধভাবে বেশ কিছু উট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে। এই খবর পাওয়া মাত্র পিপল ফর এনিম্যাল এর দুই ভলেন্টিয়ার লোকেশন ট্র্যাক করে ঐ এলাকায় পৌঁছে চারটি উটের খোঁজ পেতে সক্ষম হয় এবং সঙ্গে সঙ্গে চোপড়া থানায় খবর দেওয়া হয় পুলিশ পাঠানোর জন্য। কিন্তু তিন চার ঘন্টা অতিবাহিত হলেও কোনো পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোর জন্য পাচারকারীরা দলবল নিয়ে এসে উটগুলো নিয়ে অন্যত্র নিয়ে যায়। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঐ সংস্থার কর্মকর্তারাও। ঘটনাস্থলে থাকা এক কর্মী রানা ঘোষ জানান তিনি তার এক সঙ্গী সুব্রত দাস উটের পাচারের খবর পেয়ে স্পট ভেরিফিকেশনের জন্য টেটেশ্বরী এলাকায় পৌঁছানোর পাশাপাশি চারটি উটের খোঁজ পায়। খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা চোপড়া থানায় পুলিশকে খবর দেয়, যেন তাঁরা ঘটনাস্থলে এসে উট গুলিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় চোরাকারবারিরা ঐ কর্মীকে মারধর করে তুলে নিয়ে যায় সাথে উটগুলি কেউ নিয়ে যায়। এবং আমি কোনো প্রকারে প্রান হাতে নিয়ে পালিয়ে থানায় আসি। সংস্থার শিলিগুড়ি শাখার কো-অর্ডিনেটর প্রিয় রুদ্র চোপড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মধ্যরাত্রে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতাল পাঠিয়ে দেয় কিন্তু উটগুলিকে উদ্ধার করতে পারেনি এখনো পর্যন্ত।

আরও পড়ুন…নিজেদের শক্তি প্রদর্শন করতে জেলায় শুরু হলো আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ