অশোকনগরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

নিজস্ব সংবাদদাতা ৩রা ২০২১উত্তর ২৪পরগণা: অশোকনগরে বিজেপি নেতার বাড়িতে বোমা হামলা ।রবিবার রাত দুটোর পর এই বোমা হামলা করা হয় । ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে ।

অশোকনগরে বিধানসভায় নির্বাচনে বিজেপি হেরে গিয়েছে এর পরেই বিকেল থেকেই বিজেপির এই নেতাকে হুমকি দিচ্ছিল তৃণমূল । পরে রাতে হামলা করা হয় তার বাড়িতে । একেবারে বাড়ির ভেতরে তিনটি বোমা মারা হয় । যার ভিডিও ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায় । বোমায় ফেটে গিয়েছে বাড়ির জানালার কাঁচ । অশোকনগর কল্যাণগড় বাজার এলাকার এই ঘটনায় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । সোমেন দে ওরফে দামু নামে ওই বিজেপি নেতার সোনার দোকানেও ভাঙচুর করে অভিযুক্তরা । সোমেন অশোকনগর- কল্যাণগড় পুরসভার ৩ নাম্বার ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ । তার স্ত্রী ওয়ার্ডের বিজেপি নেত্রী । সিসিটিভির সময় অনুসারে রাত ২:০৯ মিনিটে বোমা মারা হয় । পরবর্তীতে রাতেই পরিবারের তরফে অশোকনগর থানায় একাধিকবার ফোন করলেও সকাল নয়টা পর্যন্ত এলাকায় মেলেনি কোন পুলিশের দেখা । নিরাপত্তাহীনতায় ভুগছে সোমেন ও তার পরিবার । সোমেনের বাবা প্রাক্তন সেনা কর্মী । আক্রান্ত পরিবারের অভিযোগ বিজেপি করার কারণে তাদের প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা করা হচ্ছে । ভয় দেখানোর হলে বাড়ির বাইরে বোমা মারা হত ভেতরে নয় ! যদিও ঘটনায় তৃণমূল নেতা প্রদিপ সিং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর দাবি ওই বিজেপি নেতা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তাই এই ঘটনা ঘটতে পারে । প্রয়োজনে আমরা ওদের নিরাপত্তা দেব ।

আরও পড়ুন….বেলডাঙা থানা এলাকায় উদ্ধার এক ভর্তি তাজা বোমা