আগামী ২৬শে মার্চ থেকে চালু হচ্ছে এনজেপি থেকে ঢাকার যাত্রীবাহী ট্রেন

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি,২০২১: বাংলাদেশের সাথে পর্যটনের প্রসার ঘটাতে কলকাতার পর এবার নিউজলপাইগুড়ির মধ্যে সরাসরি রেল পরিষেবা চালু হতে চলেছে।

আগামী ২৬শে মার্চ এনজেপি থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটবে এই নতুন যাত্রীবাহী ট্রেন।খুব শীঘ্রই এই নতুন ট্রেনের নামকরণের পাশাপাশি টিকিটের মুল্য ধার্য্য করা হবে বলে জানিয়েছেন দুই দেশের রেল আধিকারিকেরা।

শুধুমাত্র সম্পর্কই নয় দুদেশের মধ্যে পর্যটন ব্যবসার উন্নতিসাধন ঘটাতে এই ট্রেনটি বিশেষ ভূমিকা গ্রহন করবে বলে আশাবাদী দুই দেশের রেলমন্ত্রক।বুধবার এনজেপিতে একটি বৈঠক করেন বাংলাদেশের ডিআরএম মহম্মদ সহীদুল ইসলাম,এন এফ রেলওয়ের কাঠিহার ডিভিশনের ডিআরএম রবিন্দর কুমার বর্মা,শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শৈলেন্দর পি সিং।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, ১০টি কামরা নিয়ে ৯ ঘন্টার ননস্টপ সফর করবে এই ট্রেনটি।সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার চলবে এই নতুন ট্রেনটি।এই রেল পরিষেবা চালু হওয়ার ফলে অর্থনৈতিকভাবে দু দেশই লাভবান হবে।