ভগবানই আমার গর্ব, নিজের বায়োপিক নিয়ে বললেন রানু মন্ডল

আমার

ভগবানই আমার গর্ব, নিজের বায়োপিক নিয়ে বললেন রানু মন্ডল । ফের খবরের শিরোনামে  রানু মণ্ডল।  গায়ক হিমেসের সঙ্গে গান করেছেন। তবে সোশ্যাল মিডিয়া যেমন কাউকে সুপার স্টার করতে পারে, ঠিক তেমনই সেই জায়গা কেড়েও নিতে পারে। তবে আবারও শিরোনামে রাণাঘাটের রানু মন্ডল! এবার আসতে চলেছে হিন্দিতে তাঁর বায়োপিক। প্রযোজক ঋষিকেশ মন্ডল। বায়োপিকের নাম ‘মিস রানু মারিয়া’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার।

 

নিজের   বায়োপিক নিয়ে রানু মন্ডল জানালেন  ‘ভগবান যেভাবে বানাবেন আশা করি ভাল হবে। এখন তো শুরুবাত। এরপরে কত সুন্দর হবে, তা ভগবানের ওপরই নির্ভর করছে। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন।’

 

রানু বলেন, ‘এটা আমার পক্ষে কোনও অসম্ভব ব্যাপার না। এই ভাবনাটাও কোনও অসম্ভব ছিল না। গড ইজ গ্রেট। ভগবান মহান। তিনি অনেক আগেই এগুলো চেয়েছিলেন আমার জন্য। কিন্তু কিছু শত্রুদের জন্য সেগুলো থেমে গিয়েছিল। হয়নি। আমি স্টপ হয়ে গিয়েছিলাম। ভগবান স্বয়ং আবার আমার দিকে তাকিয়েছে। আমি নিজেকে নিয়ে কখনও গর্ব করি না। ভগবানই আমার গর্ব। আমরা ঈশ্বর বলি, যিশু বলি, প্রভু বলি।’ এই সিনেমায় কী রানু মণ্ডলের গান থাকছে? উত্তরে তিনি জানান, ‘ভগবান চাইলে অবশ্যই থাকবে।’

 

আর ও  পড়ুন    ‘টুম্পা সোনার’ পর এবার পুজো কাঁপাতে আসছে ‘ময়না’

 

রানু  জানিয়েছেন, ‘ডিরেক্টররা অনেক সিনিয়র। তাঁদের সঙ্গে আমার যোগাযোগও ছিল না। কিন্তু ভগবান করে দিয়েছে। অনেক জায়গা ছিল শুটিং করার জন্য। সিমলা, দার্জিলিং, কাশ্মীর, শ্রীলঙ্কা। কিন্তু সেসব জায়গা ছেড়ে আমার ঘরে কেন শুটিং করতে এল তাঁরা! কার জন্য এসেছে তা বুঝতেই পারছেন।’

 

বায়োপিকের বিষয়ে প্রযোজক ঋষিকেশ মণ্ডল জানিয়েছেন, ‘প্রায় দেড় বছর ধরে আমরা রানু মন্ডলের এই বায়োপিকে জন্য পরিশ্রম করছি। করোনাকাল এবং লকডাউন আমাদের সব পরিকল্পনায় জল ঢেলে দেয়। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তাই আবার সেই কাজে লেগে পড়েছি আমরা। বায়োপিকের মাধ্যমে মানুষ রানু মন্ডলের জীবন কাহিনী সম্পর্কে আরও জানতে পারবেন। রানু মন্ডলকে দেশ-বিদেশের সকলেই জানেন। তিনি আমাদের বাংলার গর্ব।’