আর নেই দরকার কাটমানির সরকার কর্মসূচির উদ্বোধন করলেন দেবশ্রী চৌধুরী

নিজস্ব সংবাদদাতা ২১জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর:” আর নয় অন্যায় “, আর নেই দরকার কাটমানির সরকার ” এই স্লোগানকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিজেপির প্রতি বুথে পাঁচটি করে দেওয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় নিজে হাতে বিজেপির প্রতীক পদ্মফুল এঁকে দেওয়াল লিখনের উদ্বোধন করেন তিনি। পদ্মফুলের প্রতীকেই সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী বিধানসভা নির্বাচনে। প্রার্থী শুধুমাত্র প্রতিনিধিত্ব করবেন দলের প্রতীকই বিজেপির প্রধান বলে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রাজ্য বিধানসভা ভোটের দিনক্ষন এখনও ঘোষনা হয়নি, হয়নি দলের প্রার্থীদের নামও তবুও পিছিয়ে থাকতে রাজী নয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রতিটি বুথে পাঁচটি করে দেওয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। দেওয়ালে পদ্মফুল প্রতীক চিহ্ন এঁকে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন লিখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাশাপাশি দেওয়াল লিখনে ফুটে ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ” আর নয় অন্যায় ” ও আর নেই দরকার কাটমানির সরকার ” এই স্লোগানও। প্রতি বুথে পাঁচটি দেওয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, দলের গ্রহন করা কার্যক্রম অনুযায়ী আজ রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় বিধানসভা নির্বাচনের দেওয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করা হল। প্রার্থী ঠিক না হলেও পদ্মফুল প্রতীকেই প্রার্থীরা বিধানসভা নির্বাচনে লড়াই করবেন।

আরও পড়ুন…দু ঘন্টার ব্যবধানে মৃত্যু হলো দুজনের