বিজ্ঞাপনে হিন্দু ধর্মের অপমান ! ফের সমালোচনার মুখে আলিয়া ভাট

আলিয়া

বিজ্ঞাপনে হিন্দু ধর্মের অপমান ! ফের সমালোচনার মুখে আলিয়া ভাট  ফের বড়সড় সমালোচনার সম্মুখীন হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একটি বিজ্ঞাপনে তিনি হিন্দু ধর্মের অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

এর আগে অভিনেতা   সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর সময় বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেই সময় অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছিল তাঁকে। তবে সেই সবের তোয়াক্কা না করেই এগিয়ে গিয়েছিলেন নায়িকা। তারপর থেকে অবশ্য আলিয়া ভাটের নানা  বিষয়ে সমালোচনা চলত। তবে বড় কোনও বিতর্কের সৃষ্টি হয়নি।

 

তবে আবার ফের বড়সড় সমালোচনার সম্মুখীন হলেন তিনি। বিজ্ঞাপনের তিনি  নাকি হিন্দু ধর্মের অসম্মান করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছে।গত সপ্তাহেই আলিয়ার সেই বিজ্ঞাপনটি বেরিয়েছে। যেখানে আলিয়াকে দেখা যাচ্ছে কনের সাজে বিয়ের মণ্ডপে বসে রয়েছেন।

 

এর মধ্যেই কন্যাদানের প্রসঙ্গটি ওঠে। তখনই প্রশ্ন তোলা হয় কন্যা কীভাবে দানের সামগ্রী হতে পারে? ‘কন্যাদান’ নয়, বরং ‘কন্যামান’ হোক। বিজ্ঞাপনের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক।

 

আর ও  পড়ুন    বিজেপির রাজ্য সভাপতির পদ হারানোর পর কী বললেন দিলীপ ঘোষ ?

 

অভিযোগ, আলিয়ার এই বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দু ধর্মের অপমান করছেন। আবার কারও দাবি, হিন্দু ধর্মে কন্যাদান মানে কন্যাকে দান নয়, বরং কন্যার জন্য দান।

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

 

অভিযোগ উঠেছে, যে চিরাচরিত এই  ঐতিহ্যের দোহাই দিয়ে এই সংস্থা পোশাক বিক্রি করছে, সেই ধর্মেরই অপমান করা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। যা নিয়ে ফের সমালোচনার মধ্যমনি হয়ে উঠেছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট।