আসন্ন নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণার পরেই রাজনৈতিক সংঘর্ষ শুরু হল হাওড়ায়

নিজস্ব সংবাদদাতা ১৫ মার্চ ২০২১হাওড়া (ডোমজুড়): পার্থীর নাম ঘোষণার পরই রাজনৈতিক সংঘর্ষ শুরু হাওড়ায় । বিজেপি কর্মী সমর্থকদের ওপর তৃণমূলের হামলা । আহত কম করে দশ ।

রবিবার রাতে ঘটনাটি ঘটে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভট্টনগর সুকান্তনগর এলাকার। রবিবার সন্ধ্যায় বিজেপির তরফ থেকে ওই এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিনা প্ররোচনায় আচমকা হামলা চালায় তৃণমূলের লোকজন এমনটাই অভিযোগ আহত বিজেপির কর্মীদের। এলাকার তৃণমূল কর্মীরা লাঠিসোটা রড এবং ভোজালি দিয়ে তাদের আক্রমণ করে অনেকের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। পরে তাদের নিয়ে আসা হয় কোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাদের মধ্যে দু জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে । স্থানীয় দু’নম্বর মন্ডলের সভাপতি নিতিশ কুমার ঝা জানান ওই এলাকায় ক্রমেই বাড়ছে বিজেপির ক্ষমতা যার ফলে রাতের ঘুম ছুটে গেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের। এদিন ওই এলাকা থেকে কিছুটা দূরে তৃণমূল কংগ্রেসের এক সভা শেষে তাদের ওপর হামলা চালানোর চক্রান্ত করা হয় বলে অভিযোগ জানান তিনি । ইতিমধ্যেই ওই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ । এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট । এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরানো শত্রুতার জেরেই এই ঘটনা।

আরও পড়ুন…নির্বাচনের আগে উত্তর দিনাজপুরে এখন চরম ব্যস্ততায় দেওয়াল লিখন শিল্পীরা