ইন্টার ন্যাশনাল নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল একই পরিবারে দুই বোন

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১১এপ্রিল ২০২১ : একই পরিবারের দুই বোন ইন্টার ন্যাশনাল নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করলেন পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরের দুই মেয়ে মিশ্রতা বেগম ও তনুজা বেগম।

এর ফলে গর্বিত পুরো জেলাবাসী, জানা গিয়েছে গত ১৪ই মার্চ তারা উড়িষ্যা যান এবং পরপর তিন দিন এই প্রতিযোগিতায় চলে এবং প্রতিযোগিতার শেষ দুই বোন ইন্টার ন্যাশনাল নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।এই সম্মান পেয়ে দুই বোন যথেষ্ট আপ্লুত তারা বলেন যে এই প্রথম তারা রাজ্যের বাইরে গিয়ে এত বড় ধরনের নৃত্যের প্রতিযোগিতার অংশ গ্রহণ করলেন এবং প্রথমবারি তারা এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবেন তারা কখনও ভাবিনি। এবং ভবিষ্যতে তারা এই নৃত্য নিয়ে আরো এগিয়ে যেতে চায় তাছাড়া শুধু নৃত্য নয় তারা নাচের সাথে সাথে গান ও ভায়লেন বাজাতেও খুব ভালো বাসেন। আর এই খবর ছড়িয়ে পরতে সারা জেলা জুড়ে দুই বোনের প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন…শীতলকুচির ঘটনার প্রতিবাদ, তৃণমূলের বিক্ষোভ হাওড়ায়