ফিরহাদ হাকিমকে আইএসআই-এর এজেন্ট বলে আক্রমণ করলেন এই বিজেপি নেতা

Firhad Hakim

ফিরহাদ হাকিমকে আইএসআই-এর এজেন্ট বলে আক্রমণ করলেন এই বিজেপি নেতা । রাজ্যের মন্ত্রী   ফিরহাদ হাকিমকে ফের একবার  কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্য  বিজেপি নেতা সায়ন্তন বসু। সায়ন্তন বসু বলেন, , ‘ফিরহাদ হাকিম বাঙালি নন। লোকে তো ফিরহাদ হাকিমকে আইএসআই-এর এজেন্ট বলেন। কয়েকজন আধা বিজেপিকে দলে নিয়ে তৃণমূল লাফালাফি করছে। আমরা শুধু এটুকু বলতে পারি ববি হাকিম নিজে ঠিক করুন তিনি কোন দলে থাকবেন।

 

ফিরহাদ হাকিম অভিষেক ব্যানার্জির দল করবেন, সেখানে তাঁর অনুগামী হয়ে কাজ করবেন, না কি তাঁর রাজনৈতিক পরিচয় দেবেন।’ স্বাভাবিকভাবেই সায়ন্তন বসুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়া শুরু হয়ে গিয়েছে।

 

আর ও  পড়ুন     মদন মিত্রের বায়োপিকে গান গাইবেন কে? নামটা জেনে নিন

 

তবে বিজেপি নেতা  সায়ন্তন বসুর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।  ফিরহাদ হাকিম বলেন, ‘বিভেদমূলক রাজনীতির জন্যই সায়ন্তন বসু কোনওদিন ভোটে জিততে পারেননি। নোংরা রাজনীতি করছে বিজেপি। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আমি যেখান থেকে রেকর্ড ভোটে কাউন্সিলর পদে জিতেছি, সেখানে সংখ্যালঘু নেই। সাধারণ মানুষ নিজের মনে করেন তাই আমায় ভরসা করেন।

 

তিনি বলেন, আমার নাম ফিরহাদ হাকিম বলে বিজেপি এভাবে স্ট্যাম্প দেওয়ার চেষ্টা করে। সবসময় মানুষের পাশে থাকি। তাই মানুষ আমায় ভালোবাসে। বিজেপির কোনও ভবিষ্যত নেই। তাই এখন একে একে  বিজেপি ছাড়ছেন সবাই।’

 

উল্লেখ্য,সায়ন্তন বসু বলেন, , ‘ফিরহাদ হাকিম বাঙালি নন। লোকে তো ফিরহাদ হাকিমকে আইএসআই-এর এজেন্ট বলেন। কয়েকজন আধা বিজেপিকে দলে নিয়ে তৃণমূল লাফালাফি করছে। আমরা শুধু এটুকু বলতে পারি ববি হাকিম নিজে ঠিক করুন তিনি কোন দলে থাকবেন।

 

ফিরহাদ হাকিম অভিষেক ব্যানার্জির দল করবেন, সেখানে তাঁর অনুগামী হয়ে কাজ করবেন, না কি তাঁর রাজনৈতিক পরিচয় দেবেন।’ স্বাভাবিকভাবেই সায়ন্তন বসুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়া শুরু হয়ে গিয়েছে।

 

উল্লেখ্য, বিজেপি নেতা  সায়ন্তন বসুর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।  ফিরহাদ হাকিম বলেন, ‘বিভেদমূলক রাজনীতির জন্যই সায়ন্তন বসু কোনওদিন ভোটে জিততে পারেননি। নোংরা রাজনীতি করছে বিজেপি। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আমি যেখান থেকে রেকর্ড ভোটে কাউন্সিলর পদে জিতেছি, সেখানে সংখ্যালঘু নেই। সাধারণ মানুষ নিজের মনে করেন তাই আমায় ভরসা করেন।