এবার “অক্সিজেন সিলিন্ডার” না খুঁজে বাড়িতে নিয়ে আসুন “অক্সিজেন কনসেন্ট্রেটর”

নিউজ ডেস্ক ২৪ এপ্রিল ২০২১: করোনা আবহে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। প্রায়শই চোখে পরছে অক্সিজেনের অভাবে প্রাণ হারানো মানুষের সংখ্যা।

নিত্য দিন মানুষ অক্সিজেন সিলিন্ডার খুঁজে রীতিমত হয়রান। অক্সিজেন এর অভাববোধে হাতের কাছে পেয়ে যাবেন “অক্সিজেন কনসেন্ট্রেটর” যন্ত্র। অক্সিজেন সিলিন্ডার না পাওয়া গেলে অনেক ক্ষেত্রেই সাহায্য করবে এটি। এই যন্ত্র পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে। তারপর নলের মধ্যে দিয়ে মানুষের শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। ২০হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা সর্বোচ্চ মূল্যে এই যন্ত্র পাওয়া যাবে। শুধু কেবল করোনা তেই নয় ফুসফুসের নানা রকম সমস্যা থেকে এটি মুক্তি দেবে। যন্ত্রটি বিদ্যুৎ চালিত এবং চালানোর সময় জল দিতে হয়। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। পাওয়া যাবে অনলাইনে।

আরও পড়ুন…করোনা আক্রান্ত কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র” স্থিতিশীল”