‘ওয়ান নাইট স্ট্যান্ড’ -এর সুফল

‘ওয়ান নাইট স্ট্যান্ড’ -এর সুফল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
এর

‘ওয়ান নাইট স্ট্যান্ড’ -এর সুফল।  নাইটক্লাবে অথবা কোনও বন্ধুর বাড়িতে নিশিযাপনের প্ল্যান। হঠাৎ এমন এক মানুষের সঙ্গে দেখা, কথা ও তার পরে শরীরী আদানপ্রদান। কিন্তু সেই রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগাযোগ শেষ ওয়ান নাইট স্ট্যান্ডের ছবিটা সাধারণত এরকমই আমাদের কাছে। তবে তবে জানেন কি অনেকেরই ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করার ইচ্ছে থাকে। তবে ছুৎমার্গের কারণে করতে পারেন না।

 

যদি করেন তাহলে অনেকেই আপনাকে অনেকেই খারাপ ভাবতে পারে। তবে জানেন কি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ -এরও ভাল দিক রয়েছে। ওয়ান নাইট স্ট্যান্ড- কথাটির সঙ্গে ক্রমশ পরিচিত হচ্ছে বাঙালি। তবে কারও মুখে এমন অভিজ্ঞতার কথা শুনলে, বাঙালির কান আজও কৌতুহলী হয়ে ওঠে অথবা গেল গেল বলে ফতোয়া জারি করে। কিন্তু নতুন প্রজন্ম ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে এক রাতের যৌনতার সঙ্গে।

 

যাকে আপনি চেনেন না বা যাঁর সঙ্গে কোনও সম্পর্কের বাঁধন নেই। তেমন ব্যক্তির সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড-এ নতুন নতুন পরীক্ষার সুযোগ পাবেন। কীসের পরীক্ষা, তা আর নাই বললাম!

 

আর ও পড়ুন    মন্নতে আগাম দীপাবলি, কেন জানেন?

 

আত্মবিশ্বাস তৈরি করতেও ওয়ান নাইট স্ট্যান্ড বেশ কার্যকর।

 

অনেক সময়ই মনের বদমায়েশিগুলোকে আমরা চেপে রাখি। মাঝে মধ্যে সেগুলো বের হতে দিন। ওয়ান নাইট স্ট্যান্ড তেমনই একটা বদমায়েশি। দেখবেন অনেকটা স্বাধীন লাগবে।

 

ওয়ান নাইট স্ট্যান্ড অনেকেই ভালবাসেন না, তার অন্যতম কারণ হল, এরসঙ্গে কোনও মানসিক যোগ থাকে না। তবে, মনে রাখবেন যৌনতায় সব সময় মানসিক যোগ কাজ করে না। অনেক সময় অপরিচিতের সঙ্গে আদিম খেলায় মেতে উঠতেও ভাল লাগে।

 

তবে আবার ওয়ান নাইট স্ট্যান্ড থেকেই শুরু হতে পারে প্রেম। কলেজের প্রথম দিন, পুজো মণ্ডপ, বন্ধুত্ব, অফিস, কোচিং ক্লাস থেকে যেমন প্রেমের গল্প শুরু হয়, তেমনই ওয়ান নাইট স্ট্যান্ড থেকেও হতে পারে প্রেমের সূচনা। এমন দাবি করছে খোদ মনোবিদরা। দুজনের যৌন রসায়ন বা সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি ঠিক কেমন তার উপরেই নির্ভর করছে এই প্রেম।

 

দুজনেই যদি সেই যৌনতা থেকে দুজনেই সমপরিমাণ আনন্দ পান, তা হলে সেই ওয়ান নাইট স্ট্যান্ড থেকে প্রেম শুরু হওয়ার সম্ভাবনাও কয়েক গুণ বেড়ে যায়। এমনকী, মনোবিদরা দাবি করছেন, ওয়ান নাইট স্ট্যান্ড থেকে তৈরি হওয়া প্রেমের সম্পর্কে আবেগ অনেক বেশি থাকে। কিন্তু সর্বোপরি, ওয়ান নাইট স্ট্যান্ডে লিপ্ত হওয়ার আগে নিরাপত্তা ও কিছু সাবধানতার পরামর্শ দিচ্ছেন মনোবিদরা।

 

উল্লেখ্য, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ -এর সুফল।  নাইটক্লাবে অথবা কোনও বন্ধুর বাড়িতে নিশিযাপনের প্ল্যান। হঠাৎ এমন এক মানুষের সঙ্গে দেখা, কথা ও তার পরে শরীরী আদানপ্রদান। কিন্তু সেই রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগাযোগ শেষ ওয়ান নাইট স্ট্যান্ডের ছবিটা সাধারণত এরকমই আমাদের কাছে। তবে তবে জানেন কি অনেকেরই ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করার ইচ্ছে থাকে। তবে ছুৎমার্গের কারণে করতে পারেন না।  যদি করেন তাহলে অনেকেই আপনাকে অনেকেই খারাপ ভাবতে পারে। তবে জানেন কি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ -এরও ভাল দিক রয়েছে। ওয়ান নাইট স্ট্যান্ড- কথাটির সঙ্গে ক্রমশ পরিচিত হচ্ছে বাঙালি।

 

তবে কারও মুখে এমন অভিজ্ঞতার কথা শুনলে, বাঙালির কান আজও কৌতুহলী হয়ে ওঠে অথবা গেল গেল বলে ফতোয়া জারি করে। কিন্তু নতুন প্রজন্ম ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে এক রাতের যৌনতার সঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top