করোনার মাঝেই ক্যানডিডা অরিস ছত্রাকে আক্রান্ত একাধিক মানুষ 

নিউজ ডেস্ক ৯ জানুয়ারি ২০২১: মার্কিন মুলুকের একটি হাসপাতালে হু হু করে ছড়াচ্ছে এক মারণ ছত্রাক। এর মধ্যেই ফ্লোরিডার একটি হাসপাতালে করোনা ছত্রাকে আক্রান্ত হয়েছে একাধিক রোগী।

মার্কিন প্রশাসনের সমীক্ষায় জানা যায় এই মারণ ছত্রাকের নাম ক্যানডিডা অরিস। সর্বপ্রথম ২০০৯ সালে জাপানে এই ছত্রাক টিকে চিহ্নিত করা হয়েছিল। সারা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য মারণ ছত্রাক টিকে কড়া নজরে রেখেছিল সিডিসি ।তবে জানা গেছে ভয়ানক এই ছত্রাকের ক্ষমতা প্রবল আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হলে প্রায় ৪০% প্রাণ কেড়ে নেয় এই ছত্রাক প্রধানত রক্ত প্রবাহে প্রভাব ফেলে ।এই ছত্রাকটির ফলে কানের সংক্রমণ অথবা মূত্রের ছত্রাক এর উপস্থিতি দেখা যায়। তবে পুরোপুরিভাবে বলা যাচ্ছে না করোনার মত এই ছত্রাকটি ও ফুসফুসকে সংক্রমিত করছে কিনা। ছত্রাক থেকে রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে সিডিসি। তারা জানিয়েছে অনেক সময়ই পিপিই কিট ভুল ব্যবহারের ফলে এই অরিস ছত্রাকটি ছড়িয়ে যাচ্ছে। তাছাড়াও মোবাইল কম্পিউটার চিকিৎসার যন্ত্রপাতি সবসময় স্যানিটাইজার করা হচ্ছে না তার জেরেই এই বিপত্তি অক্টোবরের ৩১তারিখ পর্যন্ত এই ছত্রাকের প্রায় ১৫ জন আমেরিকাবাসী আক্রান্ত হয়েছেন সিডিসি জানিয়েছে এই ছত্রাকটি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে বিপদ ডেকে আনতে পারে।

আরও পড়ুন….আগুন লেগে প্রাণ গেল ১০ সদ্যোজাতের মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে