করোনা আবহের জেরে এবছরে জৌলুসহীন বৈরাগ্য তলার মেলা ও উৎসব

নিজস্ব সংবাদদাতা ২০ফেব্রুয়ারি ২০২১ পূর্ব বর্ধমানঃ করোনা আবহের জেরে এই বছর অনেকখানি জৌলুসহীন কাটোয়ার কেতুগ্রাম এক নম্বর ব্লকের দধিয়া বৈরাগ্য তলার মেলা ও উৎসব। শুধুমাত্র মন্দিরে পূজার্চনা ছাড়া আর সেইরকম কোনো অনুষ্ঠান হচ্ছে না এই বছর।

বিগত বছরগুলির ন্যায় এবছর মেলা বিশাল মাঠে বসেনি কোনো মেলার দোকানপাট। তাই এই উৎসবের সময়ে খাঁ খাঁ করছে গোটা মেলার বসার চত্বর।তবে বিভিন্ন গ্রাম থেকে আগত আগ্রাগুলিতে অন্ন মচ্ছোব বিতরণ করতে দেখা গেলো দুই দিন ধরে। উৎসবে আগত মানুষজনেরা ভক্তি ভরে গ্রহণ করলেন এই মচ্ছোবের প্রসাদ। পরম বৈষ্ণব গোপালদাস বাবাজির স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই মাকুড়ি সপ্তমীর পরদিন থেকে কেতুগ্রামের দধিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এই উৎসব ও বিশাল মেলার। কেতুগ্রাম বিধানসভার সব থেকে বড় এবং পূর্ব বর্ধমান জেলার অন্যতম এই বড় মেলায় প্রতিদিনই লক্ষাধিক মানুষজনের সমাগম ঘটে।কিন্তু এই বছর করোনা আবহের জন্য এই উৎসবে মানুষজনের সমাগম ছিল খুবই কম। তবে মন্দিরে পুজো দিতে ভক্তদের দীর্ঘ লাইন পড়েছিল সকাল থেকেই।এই বছর করোনা বিধি মেনে এই উৎসব হওয়ায় কাটছাঁট করা হয়েছে অনেক অনুষ্ঠানেরই। তাই মন খারাপ এলাকাবাসীদেরও। তবে আগামী বছর পুরানো ছন্দে ফিরবে এই বৈরাগ্য তলার মেলা, সেই আশাতেই এখন থেকেই বুক বাঁধছেন বাবাজির ভক্তজনেরা।

আরও পড়ুন…কান্দি পেট্রল পাম্প গ্যারেজ পট্টিতে ট্রাকে আগুন