নিজস্ব সংবাদদাতা দক্ষিণ ২৪পরগণা, গঙ্গাসাগর ১৪জানুয়ারি ২০২১ :করোনা আবহে মকরসংক্রান্তির পুণ্যস্নান করতে পূর্ণ্যার্থীদের ভিড় সাগরসঙ্গমে।করোনা আবহে স্বাস্থ্য বিধী মেনেই ভিন রাজ্যের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণ্যার্থীরা রীতি মেনেই ভোর থেকে সাগরে ডুব দিয়ে পূর্ণ্য অর্জনের পাশাপাশি সেলফি নিতে ভুলছেন না।
অন্যদিকে করোনা আবহে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জলপথে কড়া নজরদারি চালাচ্ছে কোষ্ট গার্ড, এন ডি আর এফ, ওয়াটার উইংস সহ মোট ৫ টি নিরাপত্তা সংস্থা। সমুদ্রতটে আড়াই হাজার পুলিশ কর্মী নিরাপত্তা রক্ষী, স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছে পরিষেবা প্রদানের জন্য। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী করোনা আবহেই স্নানের উপর জোর দেওয়া হয়েছে এবছর। এদিন পূর্ণ্যার্থীদের সাথে সাথেই স্নান করেন মন্ত্রী সুজিত বসু ও সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। মন্ত্রী সুজিত বসু বলেন, করোনা আবহে পূর্ণ্যার্থীরা সাগরে নেমে স্নানের থেকে অধিকাংশই স্নান করছেন। অবশ্য ভিন রাজ্য থেকে আসা পূর্ণ্যার্থীরা গঙ্গাসাগর মেলার আয়োজন নিয়ে ভূয়সী প্রশংসা করেন রাজ্য সরকারের। পাশাপাশি করোনা মুক্ত বিশ্বের প্রার্থনা করে মকরসংক্রান্তির পূণ্যস্নানে হাজারও পূর্ণ্যার্থী।
আরও পড়ুন…ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি