করোনা মোকাবিলায় পথে নেমে সচেতনতার প্রচার শুরু করলো ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা

নিজস্ব সংবাদদাতা ২৩ এপ্রিল ২০২১ দক্ষিণ ২৪পরগণা: মানুষকে সচেতন করতে এবার পথে নামলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক। করোনা মোকাবিলায় এবারে পথে নেমে সচেতনতার প্রচার শুরু করলো ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা।

আজ ডায়মন্ড হারবার পুরসভা থেকে নতুনপোল পর্যন্ত পায়ে হেঁটে করোনা সচেতনতায় প্রচারে নামেন তিনি। ডায়মন্ড হারবার পুরসভার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে ও ডায়মন্ড হারবার মহকুমা শাসক শান্তনু সেন সহ পুলিশ কর্মীদের নিয়ে ডায়মন্ড হারবার বাজারের বিভিন্ন জায়গা ঘুরে করোনা মোকাবিলায় সাধারণ মানুষদের সচেতন করেন। এর পাশাপাশি রাস্তার উপরে যে সমস্ত বেআইনিভাবে দোকান লাগিয়েছিল ব্যবসায়ীরা সেগুলিও দ্রুত খুলে নেয়ার নির্দেশ দেয়। পথচলতি মানুষদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রেখেছেন ডায়মন্ডহারবার মহকুমা প্রশাসক। এদিন সকাল থেকে ডায়মন্ড হারবার এর বিভিন্ন বাজারে পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ঘুরে দেখেন। কোথাও অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে তার মোকাবেলা করেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি মহকুমাশাসকের ভূমিকায় খুশি সাধারণ মানুষ জন। যত দিন যাচ্ছে দ্রুত হাসপাতালগুলিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেই কথা মাথায় রেখেই এদিন পথে নামলেন মহকুমাশাসক।

আরও পড়ুন…আসানসোলে বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম বিলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে