করোনা সংক্রমণ রোধে লোকশিল্পীদের নিয়ে পথনাটিকা ও ঝুমুর গানের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হল সচেতনতার বার্তা

নিজস্ব সংবাদদাতা ২০ এপ্রিল ২০২১পশ্চিম মেদিনীপুর: করোনার সংক্রমণ ঠেকাতে সচেতনতা বাড়ানোর লক্ষে এবার এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

তাদের উদ্যোগে মঙ্গলবার মেদিনীপুর শহরে সাধারণ মানুষকে সচেতনতা করার জন্য মাক্স পরা ও সোশ্যাল ডিসটেন্স মেনে চলার জন্য লোকশিল্পীদের নিয়ে পথনাটিকা ও ঝুমুর গানের মধ্য দিয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। মেদিনীপুরের কালেক্টরেট মোড়ে উঠে এল সেই ছবি।

আরও পড়ুন…করোনার থাবা এবার রেলের বেস কিচেনে, আক্রান্ত ১০জন