কলকাতায় হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃহৎ সমাবেশ,

নিজস্ব সংবাদদাতা ২ মার্চ ২০২১কোলকাতা: আগামী ৭ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা ব্রিগেডের সমাবেশ। সেই উপলক্ষে এদিন কলকাতা ব্রিগেডের মাঠ পরিদর্শন করতে এলেন বিজেপি নেতা মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয় স্বপন দাশগুপ্ত শিশির বাজোরিয়া সমেত আরো অন্যান্য নেতারা।

এদিন মুকুল রায় জানিয়েছেন আগামী ৭ ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা ব্রিগেডের মাঠে যে বৃহৎ সমাবেশ আছে তাতে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখা হচ্ছে। তার কারণ প্রচন্ড গরমের মধ্যে এই ব্রিগেড সমাবেশ করা হবে ।সেই কারণে ছাউনির ব্যবস্থা করা হতে পারে ।কারণ এর আগেও বিজেপি এই কাজ করেছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে তিনি জানিয়েছেন প্রয়োজনে এক বা একাধিক মঞ্চ হতে পারে। তবে মঞ্চের সাইজ কতটা হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট নয় ।অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় তিনি এ দিন কংগ্রেসকে একহাত নিয়েছেন। তিনি জানিয়েছেন কংগ্রেস পুরোপুরি হাসির খোরাকে পরিণত হয়েছে ।বামেদের ডাকা ব্রিগেডে কংগ্রেস নিজেকে যেভাবে উপস্থাপন করেছে তাতে হাসির খোরাকে পরিণত হয়েছে। পশ্চিমবাংলায় বাম ও কংগ্রেস জোট করেছে কিন্তু অন্যদিকে কেরালাতে বাম কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়েছে ।তবে পশ্চিমবাংলায় বাম ও কংগ্রেসের জোট কে তিনি শুভেচ্ছা জানিয়েছেন ।পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী ২রা মে এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা থেকে বিদায় নেবেন এবং নিমতায় এক বিজেপি কর্মীর মায়ের ওপর তৃণমূলের গুন্ডা যেভাবে আক্রমণ চালিয়েছে তার তীব্র নিন্দা করেছেন কৈলাস বিজয়বর্গীয় ।অন্যদিকে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন আগামী ৭ ই মার্চ কলকাতা ব্রিগেডের মাঠে বিজেপির যে সমাবেশ হবে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।সেই সমাবেশ বৃহৎ আকারের হবে। সেখানে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে জমায়েত হবে এবং এত বড় সমাবেশ হবে যে পশ্চিমবাংলার মানুষ এর আগে এত বড় সভা কখনো দেখেনি বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন…রাতভর তল্লাশি চালিয়ে আই এস এফ্  সমর্থকদের বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক ও বোমা