কলেজ ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজ গেটের তালা ভাঙ্গল তৃণমূল ছাত্র পরিষদ

 

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর,১ জুলাই:- গত তিনদিন ধরেই দুর্গাপুর মহিলা কলেজ গেটে ফি বৃদ্ধির প্রতিবাদে চলছিল তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন । গতকাল ছাত্রীরা কলেজ গেটে তালা ঝুলিয়ে দেয় । পরে কলেজ কতৃপক্ষ ছাত্রীদের লাগানো তালা ভেঙ্গে নিজেদের তালা লাগিয়ে দেয় । আজ সকালে আন্দোলনরত ছাত্রীরা কতৃপক্ষের তালা ভেঙ্গে ফেলে । এরপরই তারা কলেজের সামনের মহাত্মা গান্ধী রোডের একটি লেন এর ওপর বসে পড়ে । প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় তারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ । প্রায় আধঘন্টা পর অবরোধ তুলে নেয় টিএমসিপির ছাত্রীরা । পরে সেখানে আসেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কৌশিক মন্ডল ও তৃণমূল দেবব্রত সাইন। তারা আশ্বাস দিয়ে গেছেন বিকেলের মধ্যে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান হবে ।