কালনা সুপারস্পেস্যালিটি হাসপাতালের বেহাল অবস্থা মৃত্যুর পর পড়ে রইল করন আক্রান্তের দেহ

নিজস্ব সংবাদদাতা ১লা মে ২০২১:পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের করোনা ওয়ার্ডে বেহাল দশা। , প্রায় দশ ঘন্টা ধরে এই ওয়ার্ডে পরে রইলো করোনা আক্রান্তের মৃত দেহ। কোন হেলদোল নেই হাসপাতাল কতৃপক্ষের । চরম সমস্যায় করোনা আক্রান্ত চিকিৎসাধীন রুগীরা।

কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতীয় তলে ঝাঁ চকচকে করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রুগীরা , চিকিৎসা চলাকালীন মাঝরাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালনা মহকুমা এলাকার এক বৃদ্ধার। চিকিৎসক ও নার্সকে জানিয়েও দেহ সরাতে কেউ আসেনি।এই ভাবে দশ ঘন্টা ধরে পরে রইলো মৃত দেহ । এখনো পর্যন্ত এই ওয়ার্ডে চিকিৎসা পরিষেবা দিতে আসানি কোন নার্স ও চিকিৎসক। , এমনই অভিযোগ ওই ওয়ার্ডের করোনা আক্রান্ত চিকিৎসাধীন রুগীদের ।এই চরম অব্যবস্থার কারণে মহাসংকটে রুগীরা , আর কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়া হবে ওই বৃদ্ধার মৃত দেহ বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।

আরও পড়ুন…গণনার আগের দিন তাজা বোমা উদ্ধার, গ্রেফতার আইএসএফ নেতা, এলাকায় উত্তেজনা