কৃষকদের সমস্যা নিয়ে মিছিল ও গন ডেপুটেশন ১১ দফা দাবি

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি, কৃষকদের সমস্যা ও গন ডেপুটেশন ১১ দফা নিয়ে আজ মিছিল শুরু হয়। তাদের দাবি, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ-এর ধনকোইল অবস্থিত কিষাণ মান্ডিতে স্মারকলিপি দেওয়া হয়। তাঁর জেরে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ধনকোইল একালা থেকে একটি ধিক্কার মিছিল বের করে কালিয়াগঞ্জ কিষান মান্ডিতে বিক্ষোভ দেখায় বিজেপির শহর ও গ্রাম মণ্ডলের নেতাকর্মীরা।

১১ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন কালিয়াগঞ্জ এর কৃষি অধিকর্তার গোপাল চন্দ্র ঘোষ কে। তাদের মূল দাবি, কৃষকদের হয়রানি করানো বন্ধ করতে হবে, সকলকে সমান চোখে দেখতে হবে, কৃষকদের উপর নজরদারি সহ অনান্য।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৮ নং মন্ডল সভাপতি তারিনী কান্ত রায়, জেলা নেতা নিমাই কবিরাজ, রাজ্য নেতা গোরাঙ্গো দাস, এছাড়া গোতম বিস্বাস, কমল সরকার,ভবানি চরন সিংহ, রানা প্রতাপ ঘোষ, বাপি সরকার, কার্তিক পাহান সহ অনান্য।