কোভিড সংক্রমণে সুস্থতার হার বেড়েছে ৯৪.৭৭ শতাংশ

নিউজ ডেস্ক, ১০ জুন, ২০২১ : ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ দিন পর ১২ লক্ষের নীচে নেমে ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টাভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৬৬ হাজার ৪৬৩। দেশে পরপর তিন দিন আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচেনতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। সুস্থতার সংখ্যা গত ২৮ দিন লাগাতার দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি।

দেশে এখনও পর্যন্ত মোট আরোগ্যলাভের সংখ্যা ২ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার ৪৯৩। সুস্থতার হার বেড়ে ৯৪.৭৭ শতাংশ। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ৫.৪৩ শতাংশ । দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ৪.৬৯ শতাংশ, লাগাতার ১৭ দিন ১০ শতাংশের নীচে। নমুনা পরীক্ষার হার ধারাবাহিকভাবে বেড়েছে – মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ কোটি ২১ লক্ষ। দেশ জুড়ে টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ২৪ কোটি ২৭ লক্ষ ২৬ হাজার ৬৯৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে।