“খেলা হবে” মন্তব্যের পাল্টা মন্তব্যে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব সংবাদদাতা ১৮মার্চ ২০২১পুরুলিয়া: এখন রাজ্যজুড়ে পরিচিত স্লোগান “খেলা হবে”৷ বাংলাদেশ এর উৎস হলেও রাজ্যের নেতাদের মুখে বারবার শোনা যাচ্ছে এই স্লোগান ৷

ইদানিং তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিটি জনসভায় এই স্লোগান তুলছেন ৷ খেলা হবে স্লোগানকে এ দিন নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ভাঙা ভাঙা বাংলায় বলেন, “দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে ৷ দিদি বলে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে ৷ দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে ৷ মহিলাদের উত্থান হবে ৷ যুবশক্তির বিকাশ হবে ৷ প্রত্যেক ঘরে কল হবে, পরিষ্কার জল হবে ৷ হাসপাতাল হবে ৷ খেলা ১০ বছর খেলেছেন ৷ এ বার খেলা শেষ হবে, বিকাশ শুরু হবে ৷”ভাষণে একবারও শোনা যায়নি যে বিজেপি ক্ষমতায় এলে এটা করবে ৷ তাঁর প্রতিটা কথায় মনে হয়েছে যেন বিজেপি নিশ্চিত, তারাই ২ মে-র পর ক্ষমতায় আসছে ৷ ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে আইনের শাসন গড়ে তুলবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন…নির্বাচনী প্রচারের জন্য উদ্বোধন হলো অত্যাধুনিক বিশেষ গাড়ি